স্টাফ রিপোর্টার ॥ বিগত দিনের মত আবারও হবিগঞ্জ-লাখাইবাসীর উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল দুপুরে ঢাকাস্থ হবিগঞ্জ ও লাখাই এর শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে ঢাকার মহানগর নাট্য মঞ্চের সামন থেকে মিছিল সহকারে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল কবির, এডভোকেট ইব্রাহিম খলিল, ফারুক আহমেদ, সেলিম চৌধুরী, সোহেল আহমেদ, মুখলেসুর রহমান, কামাল চৌধুরী, নুরুল হক, দুলা মিয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, তৌহিদ মোল্লাসহ ঢাকাস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আবু জাহির বলেন, বিগত ৫ বছর পূর্বে জননেত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছিলেন। হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, এ কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ-লাখাইবাসীর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করছি। বিগত ৫ বছর আমার সাধ্য অনুযায়ী হবিগঞ্জ-লাখাইবাসীর সার্বিক উন্নয়নের চেষ্ঠা করেছি। আগামী দিনেও যদি প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন, তাহলে হবিগঞ্জ-লাখাইবাসীর সমর্থন নিয়ে এই আসনটি আবারও প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব ইনশাল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশে ৩০০ টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩টি আসনে এবং আবু জাহির এমপি হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ দলীয় একক মনোনয়ত্র পত্র জামা দিয়েছেন। অবিষ্টি ২৯৬ টি আসনের প্রতিটিতে একাদিক মনোয়ন প্রত্যাশী রয়েছেন।