প্রেস বিজ্ঞপ্তি ॥ রাইয়াপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার ও ক্রীড়ানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গের বাংলাদেশ আগমন উপলক্ষ্যে ও তাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ৩টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আদর্শ গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার মোঃ উকিল মিয়ার বাস ভবনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক হাজী মিরাশ উদ্দিনের সভাতিত্বে ও ৬নং কুর্শি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ জগলুর পরিচালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, তাহিরপুর এন.ই আলিম মাদরাসার অধ্যক্ষ আফজল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার হাজী ফখর উদ্দিন, খয়রুল হোসেন, হাজী আব্দুল মুকিত, ফয়ছল আহমেদ, উকিল মিয়া, তফিল আহমেদ, ছাদেক আহমেদ শাহান, মোহাম্মদ আলী, আহমদ রশীদ, সোহেল আহমদ। এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বাচ্চু মিয়া, আব্দুল হক, জাকির হোসেন, রনজু দেব, এমদাদুল হক, কুর্শি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাবির হোসেন (লাল), আবু কায়েদ, এবাদুর রহমান, যুবলীগ নেতা আজমল হোসেন, জাবেদ আহমেদ, নুরুল ইসলাম মিলন, আলাল আহমেদ, হোমায়ূন কবির, মিছফাউজ্জামান, ছাত্রলীগ নেতা কাউছার কবির, জাকারিয়া আহমেদ, তোফাজ্জল হোসেন বাদশা, শাহেদ আহমেদ, সামছুজ্জামান, রোমান আহমেদ, নাজমূল হোসেন প্রমূখ। সংবর্ধনার জবাবে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডারগণ তাদের বক্তব্যে বলেন, মা ও মাতৃভূমির কল্যান তথা রাইয়াপুর আদর্শগ্রামের সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত রাইয়াপুর আদর্শগ্রামবাসী সর্বদা ঐক্যবদ্ধ।