স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ও অতিরিক্ত দায়রা জজকে বদলী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রনালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জানানো হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহাবুব উল ইসলামকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলামকে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে। জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।