স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র-১৩৫৬-৮৮ইং হবিগঞ্জ সদর মাইক্রোবাস আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচন পরিদর্শন করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও শ্রমিক ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। নির্বাচনে কমিশনারের দায়িত্বে ছিলেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। নির্বাচনে ১৪১ জন ভোটারের মধ্যে ১৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ কদ্দুছ আলী নির্বাচিত হন। সহ-সভাপতি বাবুল রায়, মোঃ আব্দুল হাই নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ মহিবুর ইসলাম, সহ-সম্পাদক মোঃ মাজারুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ চনু মিয়া, কোষাধ্যক্ষ মোঃ লিটন মিয়া, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ ইসমাঈল মিয়া, শ্রম ও কল্যাণ সম্পাদক জন মাইকেল সরকার নির্বাচিত হন। কার্যকরি পরিষদের পদে মোঃ মাসুক মিয়া, শেখ মোঃ মহিন মিয়া, মোঃ মোশারফ হুসেন, মোঃ আলাল মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ আব্দুল, আউয়াল খাঁন, মোঃ রফিক মিয়া, মোঃ ইদ্রিছ আলী, মোঃ নুরুল আমিন প্রমুখ। পরে নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী ফলাফল ঘোষনা করেন।