মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেয়র গউছকে কিবরিয়া হত্যা মামলায় জাড়ানোর প্রতিবাদে পৌর পরিষদের বিশেষ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৪১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ.এস.এম. কিবরিয়া হত্যা মামলার সম্পুরক চার্জসীটে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের নাম আসামী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিশেষ সভা করেছে হবিগঞ্জ পৌর পরিষদ। প্যানেল মেয়র মোঃ মাহবুবুল হক হেলালের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার পৌরসভার সভাকক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে এবং মেয়রকে এ মামলা হতে অব্যাহতি দেয়ার দাবীতে আগামী বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসুচী ঘোষনা করা হয়। এছাড়াও ওই মামলা থেকে মেয়র আলহাজ্ব জি কে গউছের অব্যাহতি কামনায় বুধবার বাদ আছর পৌরভবনে আয়োজিত পৌরকর্মকর্তা ও কর্মচারীদের মিলাদ মাহফিলে একাত্মতা প্রকাশ ও অংশগ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা বলেন বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের পর তাদের প্রতিবাদ ও দাবীর স্বপক্ষে নতুন কর্মসুচী ঘোষনা করা হবে। পৌর পরিষদের এ বিশেষ সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, মোঃ আলমগীর, দিলীপ দাস, শেখ নূর হোসেন, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আউয়াল মজনু, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com