স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, ওই গ্রামের মৃত মুঞ্জুর আলীর পুত্র ছাহেব আলীর সাথে মৃত নিলু মিয়ার পুত্র রনু মিয়ার বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার গভীর রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত অবস্থায় রুনু মিয়া, ইমন মিয়া, হেলেনা বেগম, ছাহেব আলী, রমজান আলীসহ বেশ কয়েকজন আহত হয়।