স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাবেক এমপি ব্যরিস্টার সায়েদুল হক সুমনের এপিএস পরিচয়দানকারী চুনারুঘাটের ভুয়া অধ্যক্ষ নিজামুল হক চৌধুরীকে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রবিবার দুপুর ৩ টার দিকে ছাত্রদলের সদস্য সচিব মারুফের নেতৃত্বে একদল জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়। সে সাবেক এমপি ব্যরিস্টার সায়েদুল হক সুমনের এপিএস পরিচয়ে আওয়ামী লীগের আমলে দাপিয়ে বেড়াত। এ ছাড়া একটি কিন্ডারগার্টেন খুলে নিজেকে অধ্যক্ষ পরিচয় দিতেন। তাছাড়া তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে।