স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিনগর গ্রামে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন রাফি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ওমর ফারুকের পুত্র। গতকাল বুধবার দুপুরে সে টমটম চার্জ দেয়ার সময় অসাবধানতাবশত বিদুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই সুজন শ্যাম লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।