স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে সুমাইয়া আক্তার নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আরজু মিয়ার কন্যা। গতকাল মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে গাছের সাথে উড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে অভিযোগ না থাকায় লাশ নিয়ে যাবার সময় পুলিশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।