নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অর্ধশত যুবক যুব ও ছাত্র অধিকার পরিষদে যোগদান করেছেন। গতকাল নতুন বাজার ওসমানী রোড আরজু হোটেলে গত ১৭ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার করাগাঁও ইউনিয়ন থেকে গনঅধিকার পরিষদের নেতা আশাহীদ আলী আশা ও রোমান আহমেদের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন জীবন নবীন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন। তিনি সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, আগামীতে গনঅধিকার পরিষদ আরও এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ নেতা আশাহীদ আলী আশা, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ, গণনেতা নুরুজ্জামান মিশু, গননেতা নোমান মিয়া, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আইয়ুব আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ইমন, যুগ্ম আহবায়ক নবী হোসেন, সিজিল মিয়া, মোঃ সাহান মিয়া, মো: সাফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, মোঃ ফয়েজ আহমেদ, মো: রুহিদ আহমেদ, মোঃ পারভেজ আহমেদ, মোঃ রাকিব আহমেদ, মোঃ শরিফ আহমেদ, মো: আবিদুল হাসান, মোঃ সোহান মিয়া, আবিদুর রহমান, সাদিক আহমেদ, শুভ আহমেদ, রায়হান চৌধুরী, সাব্বির আহমেদ, তারিফ উদ্দিন, সোবহান মিয়া প্রমুখ।