মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগ যুগ ধরে বিরাজমান-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন, মাধবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগ যুগ ধরে বিরাজমান। কোন অবস্থাতেই এ সম্প্রতি নষ্ট করা যাবে না। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ ভাবে সম্প্রীতি ধরে রাখতে হবে। সামনে শারদীয় দূর্গা পূজা যাতে নির্বিঘœ এবং আনন্দঘন পরিবেশে পালন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে উশৃংখলতা পরিহার করে শান্তি শৃংখলা বজায় রেখে দূর্গোৎসব পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি গতকাল কালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, মীর খুরশেদ আলম, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস, সাধারন সম্পাদক ললিত কুমার সরকার, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রমোদ চন্দ্র মালাকার, সাধারন সম্পাদক কাউন্সিলর দুলাল মোদক, পূজা উৎযাপন কমিটির নেতা ডাঃ সুখেন দেবনাথ, বেনু রায়, অজিত কুমার রায়, লিটন চন্দ্র রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com