নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে নবীগঞ্জ জে.কে হাইস্কুল মাঠে পূর্ব ঘোষিত সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার বিকাল ৩ টায় মাসজিদ আত-তাওহীদ, গন্ধ্যা নবীগঞ্জের আয়োজনে জে কে হাইস্কুল মাঠে ওই কনফারেন্স হওয়ার কথা ছিল। এ ব্যাপারে আয়োজকরা বিভিন্ন স্থানে পোষ্টার সাটিয়ে দেয়। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ব বিদ্যালয় গাজীপুরের সহযোগী অধ্যাপক শাইখ ড. ইমাম হোসাইন উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা ছিল। এই খবরে ইসলামী সংগ্রাম পরিষদসহ আলেম উলামাগণ ক্ষিপ্ত হয়ে উঠেন। উত্তপ্ত পরিস্থিতে ইসলামী সংগ্রাম পরিষদ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে সালাফি কনফারেন্স বন্ধের দাবী জানিয়ে আবেদন করেন। পাশাপাশি তারাও একই দিন মাহে রমজানের ফযিলত নিয়ে নসিহতের আয়োজনের ঘোষনা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচীর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করেন স্থানীয়রা। ফলে সোমবার হবিগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট প্রভাংশু সোম মহান এক বিজ্ঞপ্তিতে জে কে মাঠে সালাফি কনফারেন্স বন্ধের লক্ষ্যে ১৪৪ ধারা জারি করেন। তিনি উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেন, নবীগঞ্জ উপজেলার সালামতপুর রোডের পাশে মাসজিদ আত-তাওহীদ নির্মাণ করে ভিন্ন আকিদা অনুসারে নামাজ শুরু করাকে কেন্দ্র করে মসজিদ নির্মাণকারী ও স্থানীয় আলেম উলামাদের মধ্যে বিরোধ চলমান রয়েছে। এরই মধ্যে মসজিদে আত-তাওহীদ জে কে হাইস্কুল মাঠে সালাফি কনফারেন্সের আয়োজন করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ দাঙ্গা-হাঙ্গামা হওয়ার আশংকা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়। অবশেষে মঙ্গলবার সালাফি কনফারেন্স জে কে মাঠে অনুষ্ঠিত হয়নি। ফলে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা থেকে রক্ষা পেয়েছে নবীগঞ্জবাসী।