রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে বার্বুচি ও ভূয়া কোম্পানীর সিন্ডিকেট ॥ ঘি-বাটারওয়েল নাম দিয়ে ক্রেতাদের সাথে প্রতারনা

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার হাটবাজারে ভেজাল পণ্যের সয়লাব হয়ে পড়েছে। খাদ্যদ্রব্যসহ এমন কোন পণ্য নেই যেখানে ভেজাল নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা গুড়ো মসলা, ভোজ্যতেল, ঘি, বাটারওয়েল, লবন, মধুসহ বিভিন্ন পণ্যে মেশাচ্ছে ভেজাল। এই চক্রটি বিভিন্ন স্থানে গোপনে গড়ে তুলেছে ভেজাল পণ্যের কারখানা। ওই চক্রের সাথে সিন্ডিকেট করছে বার্বুচিরা। তাদের মোটা অংকের মোনাফার কারনে (কমিশনের) তারা বিভিন্ন অনুষ্ঠানে গ্রাহকদের দেয়া তালিকায় অহেতুক ওই সব ভেজাল পণ্য লিখে দিচ্ছেন। বিশেষ করে ঘি ও বাটারওয়েল বেশী লিখে দেন। প্রতিটি ঘি বা বাটারওয়েল ডিব্বা বিক্রি হলে বার্বুচিরা পাচ্ছেন ৩শ টাকা। বাবুর্চিরা তাদের ৩/৪ শত টাকার মুনাফার লোভে গ্রাহকদের সাথে প্রতারনা করছেন ওই ভেজাল ঘি-বাটারওয়েল তালিকায় লিখে দিয়ে। বাজারে ঘুরে বিভিন্ন দোকানে দেখা যায়, হবিগঞ্জ থেকে মেসার্স এ এস এন্টারপ্রাইজ এর প্রোঃ সনজয় দাশ বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘি লেভেলে লিখা ৯০০ গ্রাম একটি ডিব্বায় মাল রয়েছে ৫০০ গ্রাম। তাও ভিতরে ঘি এর কোন অস্তিত্ত্ব নাই। শুধু নাম মাত্র ঘি। দোকানে বিক্রির মুল্য নির্ধারণ করা হয়েছে ১১৫০ টাকা। কিন্তু উক্ত প্রোপ্রাইটার বিক্রি করছেন দোকানে ১৬০ থেকে ২০০ টাকায়। দোকানদার ক্রেতাদের কাছে বিক্রি করছেন ৬/৭ শত টাকায়। ওই খান থেকে বাবুর্চি নিচ্ছেন ৩/৪ শত টাকা। এছাড়া সিলেটের ওসমানী নগর থানার বুরুঙ্গা বাজারে অবস্থিত শরীফ কমোডিটিস নামে এক ভুয়া কোম্পানী শাহী গাওয়া ঘি, হৃদয় বাটার অয়েল বাজারজাত করে আসছে দীর্ঘদিন ধরে। ওই সব নামসর্বস্ব ভূয়া কোম্পানী ঘি ও বাটার অয়েল এর নামে ভেজাল জিনিস দিয়ে গ্রাহকদের সাথে প্রতারনা করছেন রাজু এন্টারপ্রাইজ। আর এসব সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে বাবুর্চিরা। যে কোন বিয়ে, ওয়ালিমা, সিন্নিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাবুর্চি নিলেই তারা তাদের রান্নার পণ্যের তালিকায় কমপক্ষে ৮/১০ টা, অনুষ্টান বড় হলে ২০/৩০ টা ওই ঘি ও বাটার অয়েল লিখে দেন। না নিলে বলা হয় রান্নার স্বাদ হবে না, এতে বাবুর্চিকে দায়ী করা যাবে না। আর ঘি ও বাটার অয়েল নিলে রান্না হবে সুস্বাদু। বাধ্য হয়ে বাবুর্চিদের খপ্পড়ে পরে ওই ভেজাল ঘি ও বাটার অয়েল নিতে হয়। এইভাবেই করা হচ্ছে গ্রাহকদের হয়রানী ও প্রতারনা। ওই সব ঘি’র ডিব্বা খোলে দেখা গেছে, ঘি নাই বললেই চলে। বাটার অয়েলও ভেজাল। যা রান্নার কাজে প্রয়োজন নেই। কিন্তু ওই ভুয়া কোম্পানী ও বাবুর্চিগণ সিন্ডিকেট করে বাজারে নিয়ে আসা হয় ভেজাল পণ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেয়া জরুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com