রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবি’র অভিযান চোরাই মালামালসহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিক এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মদ, শাড়িসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল উদ্ধার হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩ চার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) ক্যালেঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৫৩/এম থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণছড়া রিজার্ভ টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবি সদস্যদের দেখে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, আটককৃতদের মধ্যে ২জন ভারতীয় নাগরিক এবং ১জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। ভারতীয় নাগরিকরা হলেন ভারতের আগরতলা এলাকার যোগেন্দ্রনগর গ্রামের নেপাল দাস দাসের পুত্র সুমন দাস (৪১), এবং ধনেশ দাসের পুত্র শম্ভু দাস (৪১)। বাংলাদেশি নাগরিক হচ্ছে- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামেরহেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ আমির (৩০)। আটক আমির ভারতীয়দের সীমান্ত পারাপারে সহায়তা করছিলেন। আটককৃতদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় মদ, ১২২ পিস ভারতীয় শাড়ি, ৩ পিস ভারতীয় ধুতি, ১টি ভারতীয় ফেসওয়াশ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, ২টি ভারতীয় সিম কার্ড, ১টি মোবাইল চার্জার, ১,০৬৪ ভারতীয় রুপি এবং ১৮৫ বাংলাদেশি টাকা। এছাড়া ১টি পেন কার্ড, ১টি ভোটার কার্ড, ১টি আধার কার্ড এবং ১টি ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের মালামালসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বাংলাদেশের সীমান্ত সুরা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com