স্টাফ রিপোর্টার ॥ মাওলানা শোয়াইব আহমেদ চৌধুরীকে আহ্বায়ক, মাওলানা সোহাইল আহমেদ সোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুফতি শাহ্ জহিরুল ইসলামকে সদস্য সচিব এবং মাওলানা সুমন আহমেদ ও হাফেজ নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল নবীগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা ওলামাদল আহ্বায়ক লায়ন ক্বারী মোঃ কবির হোসেন ও সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান স্বাক্ষরিত একপত্রে এই কমিটি অনুমোদন করা হয়।
এর পূর্বে গত শনিবার ১ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ওলামাদল নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে নবীগঞ্জ শহরের গোল্ডেনপ্লাজাস্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা শোয়াইব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওলামাদল আহ্বায়ক লায়ন ক্বারী মোঃ কবির হোসেন। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা ওলামাদল সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান, নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, জেলা ওলামাদল যুগ্ম আহ্বায়ক মুফতি সুলতান মাহমুদ, সদস্য হাফেজ আব্দুস সালাম খোকন।