নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হিরা মিয়া গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকবৃন্দদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে হিরা মিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ ও হিরা মিয়া গার্লস হাইস্কুল কর্তৃপক্ষের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট কবি গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠানের আহবায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রাক্তণ শিক্ষার্থী নাজমা বেগম, হিরা মিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম, রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী, হিরা মিয়া গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- ৯৭ ব্যাচের ফাহমিদা আক্তার দীপা, প্রথম ব্যাচের শাহিদা আক্তার, ২০২৫ ব্যাচের নাফিসা নাওয়াল প্রকৃতি। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা মাহিমা, গীতাপাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সুম্মিতা দাশ তালুকদার, মানপত্র পাঠ করেন ফারহানা রব সাথী। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়- হিরা মিয়া গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বিথীকা রায়, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক এটিএম বশির আহম্মদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিয়া খাতুন, সিনিয়র শিক্ষক মনিকা রাণী দাশ, অর্চনা রানী বিশ্বাস, জ্ঞান রঞ্জন দাশ, মওলানা মহিউদ্দিন, পিযুষ কান্দি ঘোষ। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়- সাবেক প্রধান শিক্ষক বাবু চারুচন্দ্র দাশ, সাবেক সিনিয়র শিক্ষক সাঈদুর রহমান, ক্ষিতিশ চন্দ্র পাল, রথীন্দ্র রঞ্জন গোস্বামী, অন্নদা চরণ কাব্যতীর্থ, কনিকা রানী দাশ।