স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে মসজিদের জায়গায় ফলের গাছ লাগানোকে কেন্দ্র করে কমিটির দুই গ্রুপের মাঝে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার এশার আযানের পর থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতংকে মানুষ দিকবিদিক ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় ইউনুস আলী (৫০), ফারুক মিয়া (২৫), বাবু মিয়া (২০), আফজল মিয়া (১৬), বিজয় মিয়া (১৮), সাগর মিয়া (২৪), কাজল মিয়া (৫০) ও ফারহান মিয়া (১৮) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারী ছানু মিয়া দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল ওই সময় পূর্ব মাহমুদাবাদ, এড়ালিয়া, কাটিয়ারআব্দাসহ ৩ গ্রামের সিদ্ধান্ত হয় মসজিদের জানাযার নামাজের স্থানের পাশে ফল গাছ নির্মাণের। এ সময় সভাপতি আলী হায়দরের পক্ষে রঙ্গু মিয়ার ছেলে রফিক মিয়া, শহিদ মিয়া, আলী হায়দর, ফটু মিয়াসহ বেশ কয়েকজন বাধা দেয়। এক পর্যায়ে এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, বর্তমানে পরি¯ি’তি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।