সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছাত্র জনতার উপর হামলাকারীদের মাছুলিয়া সেচ প্রকল্প না দেয়ার আবেদন

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া সেচ-প্রকল্প বিতর্কিত ব্যক্তিদের অনুমোদন না দেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার কামরুল হাসান ঝুনু নামে এক কৃষক অভিযোগটি দাখিল করেন। এর অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিএডিসি’র সহকারী প্রকৌশলীকে দেয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র-জনতার বিরুদ্ধে রাজপথে অংশ গ্রহণ করেছিল, সাধারণ ছাত্র জনতার উপর যারা অস্ত্র লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে হামলা করে নির্মমভাবে আহত ও নিহত করেছিল, তাদের মধ্যে পইল ইউনিয়ন আওয়ামীলীগের পদধারী নেতা কবির, জয়নাল, সাইদুর মেম্বার ও এনাম অন্যতম। তাদের মধ্যে কবির ২টি হত্যা মামলার এজহারভূক্ত আসামী হলেও জয়নাল, সাইদুর, এনামের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন না করায় এলাকার মধ্যে ক্ষোভ অসন্তষ্টি বিরাজ করছে।
এরই মধ্যে সাইদুর ও এনাম সংঘবদ্ধভাবে মাছুলিয়া সেচ-প্রকল্প অনুমোদন পাওয়ার জন্য হবিগঞ্জ সদর বিএডিসিতে আবেদন করেছে। এতে এলাকার ছাত্র জনতার মধ্যে আরোও ভীষন ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কারণ তারা আওয়ামীলীগের দুঃশাসনের আমলেও এমনিভাবে সংঘবদ্ধভাবে মাছুলিয়া সেচ-প্রকল্প অনুমোদন নিয়ে কৃষকদের জমিতে পানি না দিয়েই বিভিন্ন হুমকি-দামকির মধ্যেমে মানুষের নিকট থেকে টাকা-পয়সা আদায় করে নিয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছিল। এমনকি পইল ইউনিয়ন পরিষদে মামলাও হয়েছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদেরকে আবারও এই সেচ প্রকল্পের দায়িত্ব দেয়া হলে কৃষকরা তাদের জমি চাষাবাদ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমতাবস্থায় তাদেরকে মাছুলিয়া সেচ-প্রকল্প অনুমোদন দিলে আইন শৃংখলার চরম অবনতির আশংঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com