মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিষ্ট শেখ হাসিনা মনে করেছিল খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখলেই বিএনপি নামক রাজনৈতিক দলটি শেষ হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার সকল যড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা হাজার চেষ্টা করেও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলতে পারেনি। তিনি গতকাল বৃহস্পতিবার দিনভর শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ, নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণকালে জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামীলীগের পতনের প্রথম দিনই লাধিক নেতাকর্মীকে পিঠিয়ে মেরে ফেলা হবে। তার এই ধারণাকে ভুল প্রমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। খালেদা জিয়া বলেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়। তিনি বলেন- গত ১৫টি বছর একটি জালেম সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল। ১৫টি বছর আওয়ামীলীগ সরকার জোর করে মানুষের সকল মৌলিক অধিকার হরণ করেছিল। গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোট ডাকাতি করে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তাই দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আওয়ামীলী যে পাপ করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে তার খেসারত আওয়ামীলীগ দিয়েছে। আওয়ামীলীগের এই পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিএনপি করতে হলে কোনো অন্যায় করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। বিএনপির রাজনীতি করতে হলে জনকল্যাণে কাজ করতে হবে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com