শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

বানিয়াচঙ্গের দড়ওয়া গ্রামের উজ্জ্বল দাশকে হত্যার হুমকী দিচ্ছে মৌলবাদী গোষ্ঠী ॥ বাড়ি ঘরে হামলা ॥ এলাকা ছাড়া করার হুমকী ॥ পুরুষরা বাড়ি ছাড়া

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দড়ওয়া গ্রামের উজ্জ্বল চন্দ্র দাশ এর পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভূগছে। এলাকার প্রভাবশালী একটি মৌলবাদী গোষ্ঠী এ হুমকী দিচ্ছে বলে জানিয়েছেন। তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করার হুমকী দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দড়ওয়া গ্রামের কারঞ্জন দাশ এর ছোট পুত্র বাংলাদেশ হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাশ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। উজ্জ্বল চন্দ্র দাশ হবিগঞ্জ জেলার সব হিন্দুদের বিভিন্ন দায় দাবি এবং হিন্দুদের আক্রমণ এর প্রতিবাদ জানিয়ে আসছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তিনি জানান, চলমান ছাত্র আন্দোলনে পুলিশ ব্যাপক সহিংসতা শিকার। থানায় কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় তার পরিবারের সদস্যরা কোথায় যাবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়ির পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা উজ্জ্বল চন্দ্র দাশ ও পরিবারের সদস্যদের না পেয়ে বাড়ি ঘরে ও পূজামন্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে।

ওই যুবকরা উজ্জলকে হত্যা সহ পরিবারের সদস্যদের হুমকী প্রদান করে। এমনকি তাদেরকে এলাকা ছাড়া করা হবে বলেও আলাপ আলোচনা করছে। এ অবস্থায় উজ্জল চন্দ্র দাশ স্টুডেন্ট ভিসায় গত ২৭ আগষ্ট ইংল্যান্ড চলে যায়।
এদিকে গত ১৪ নভেম্বর রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উজ্জলের বাড়িতে হামলার চেষ্টা চালায়। তারা ঘরের দরজা খোলার জন্য বলে। কিন্তু দরজা না খোলায় লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বাড়ির লোকজন ভয়ে সুর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃৃত্তরা বাড়ির লোকজনকে যে কোন সময় হত্যাসহ বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় ১৫ নভেম্বর উজ্জল দাশের বড় ভাই জুয়েল দাশ বাদী হয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৫২০) করেন। এর পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com