বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ ॥ আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চার পাচারকারীকে। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন। রাতে গোপন সূত্রে খবর পেয়ে মিরপুর বাজারে ব্যবসায়ি রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দুতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা উদ্ধার করে। এছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়। সেনাবাহিনী জানায়, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুদ করে বাজারে বিক্রি করতো। এ জন্য প্রথম তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশীয় কোম্পানী ফ্রেশের লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সিলগালা করে দিত। পরে ফ্রে কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গুনার মেশিন জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com