স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে চুরির অপরাধে দুই ব্যক্তি আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, গত ৬ অক্টোবর মিরপুর বাজারে কুটুম বাড়ি মিষ্টির দোকানে চুরি হয়। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেলিম ও সোহান নামে ২ ব্যক্তিকে জনতা আটক করে। পরে খবর পেয়ে বাহুবল থানার এসআই মঞ্জুর হোসেন ঘটনাস্থল থেকে আটককৃতদের থানায় নিয়ে যান। এ বিষয়ে বাহুবল থানার অফিসার ইনচার্জ জানান, দুইজন চোরকে মিরপুর বাজার কমিটি পুলিশে সোপর্দ করেছেন।