স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার পরিষদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার এ কমিটি গঠন করা হয়। এতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাসকে সভাপতি নির্বাচিত করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অদিতি রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসার আবু সাঈদ।