স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আগামীতে কারা রাষ্ট্র পরিচালনা করবেন তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এই জনগণের অংশই হচ্ছে শহীদ মোস্তাকের পরিবার। আমরা যেভাবে নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করি, সেই একইভাবে যেন শহীদ মোস্তাকের পরিবারকেও আপন করে নিতে পারি, তাদের পাশে দাাঁড়াতে পারি।
তিনি গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে প্রথম শহীদ মোস্তাকের পরিবারের সাথে সাাত করে এসব কথা বলেন। সিলেট সদর উপজেলার গৌরিপুর গ্রামে গিয়ে তিনি শহীদ মোস্তাকের পরিবারের খোঁজ খবর নেন এবং নগদ ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু ও এডভোকেট কামাল উদ্দিন সেলিম, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ প্রমুখ।