শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জনতার হাতে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক আটক হবিগঞ্জে বৈষম্য বিরোধী দু’গ্রুপের উত্তেজনা ॥ চেয়ার ভাংচুর সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত হত্যার চেষ্টা মামলায় লুৎফুজ্জামান বাবরের জামিন নবীগঞ্জে আবারও মুরাদসহ ২ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা বানিয়াচংয়ে লোডশেডিং নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে পল্লী বিদ্যুৎ ও প্রশাসন’র মতবিনিময় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের গাছের চারা বিতরণ আজমিরীগঞ্জে ফসল রক্ষা বাঁধে ভাঙ্গন ॥ কর্তৃপক্ষ নির্বিকার মাধবপুরে লুণ্ঠিত মালসহ ৩ ডাকাত গ্রেফতার জনতার উপর হামলার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ-এর আয়োজনে ২৫০ বন্যার্ত পরিবারে ত্রান বিতরণ

ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউনিয়ন ব্যাংক এর নয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিএপিডি) মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ প্রদান করা হয়। পত্রে বলা হয় আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত কল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন ভাবে গঠনের নিমিত্তে মুঃ ফরীদ উদ্দীন আহমদকে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক এবং ৪জনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করেন। স্বতন্ত্র পরিচালকগণ হচ্ছেন-বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল আলম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং ও ইন্স্যুরেন্স অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড একাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম এফসিএ।
চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এক্সিম ব্যাংক এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এক্সিম ব্যাংক এর উপদেষ্টা এবং মেঘনা ব্যাংক এর (ইসলামিক ব্যাংকিং) এর পরামর্শক। তাঁর ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্সে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম লগ্নেই তিনি যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন এবং সোনালী ব্যাংক-এ যোগদান করেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পদ্ধতির উন্নয়নের সাথে যুক্ত ছিলেন। তিনি নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্তৃক মনোনীত “জাইজ ব্যাংক” প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন।
ফরীদ উদ্দিন আহমেদ বহু ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থার শরীয়াহ সুপার ভাইজরি কমিটির চেয়ারম্যান/সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। ফরীদ বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে অবদানের জন্য সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা, প্রবৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে নবাব স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক প্রদান করা হয়। তিনি বিভিন্ন সময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, ভারত, সিঙ্গাপুর, হংকং, কেএসএ, সংযুক্ত আরবআমিরাত, কাতার, ওমান, বাহরাইন, অস্ট্রেলিয়া এবং ম্যাকাও সফর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com