স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বদলী এবং এসআই কৃষ্ণধন সরকার ক্লোজড করা হয়েছে। গত শুক্রবার রাতে ওসি অজয় চন্দ্র দেবকে এসপি অফিসে বদলী করা হয়েছে। এর আগে এসআই কৃষ্ণধন সরকারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
এদিকে সদর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূরে আলম। পুলিশের একটি বিশ^স্ত সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর বেশি কিছু জানা যায়নি। তবে অচিরেই দায়িত্বভার গ্রহণ করবেন নতুন ওসি নূরে আলম। এসআই কৃষ্ণধন সরকার পুলিশ লাইনে যোগদান করেছেন।