স্টাফ রিপোর্টার ॥ লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলার উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ইনাথগঞ্জ ও দিগলবাক ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কাজিরগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ূব আহমেদ, সদস্য মোঃ আবু বক্কর, হাফেজ রাসেল আহমেদ, হাফিজ সামিউল আলম রুহান আহমদ. জামেল আহমেদ. মোঃ হাফিজুর রহমান. মোহাম্মদ কানন মিয়া, শিব্বির আহমেদ, মোহাম্মদ মহি উদ্দিন, কাউসার আহমেদ, ফিরোজ আলি, নয়ন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৪ সনে লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন দূর্যোগে সংগঠনের পক্ষ থেকে অসহায়দের সহযোগিতা প্রদান ছাড়াও ঈদে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।