শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন মাধবপুরে আ.লীগ নেতা সাংবাদিক মিজান গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ প্রতিযোগিতা হবে নেক আমলের, হচ্ছে পদ পদবীর হবিগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের ॥ আহত ৩ নবীগঞ্জের দিনারপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ ॥ দেশে রাজনীতির নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সামাজিক সংগঠন নাগরিক অধিকার অভিষেক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রি ॥ ভুক্তভোগী এলাকাবাসী ইউএনও বরাবর অভিযোগ আ.লীগ নেতা মুকুলকে ভিসির অনুষ্ঠানে আমন্ত্রণ ॥ দিনারপুর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসক নিকট অভিযোগ সীমান্তে চোরাচালান নারী শিশু পাচার প্রতিরোধ করছে বিজিবি

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে এমসি ও ময়ানতদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণের আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী, হবিগঞ্জ এর আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত কনফারেন্সের মূল বিষয় ছিলো পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে (ক) সাক্ষী এবং অভিযুক্তদের প্রতি ইস্যুকৃত সমন এবং বিভিন্ন প্রসেস জারীকরণ; (খ) অনুসন্ধান এবং তদন্তকালীন দীর্ঘ সূত্রিতা ও প্রতিবন্ধকতা দূরীকরণ; (গ) জখমী সনদ ও ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণ।
সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মেডিক্যাল সনদ প্রদানকারী কর্মকর্তাগণসহ সরকারী কর্মকর্তাগণ স্ব-স্ব দপ্তরে অবস্থান করেও অনলাইনে সাক্ষ্য প্রদান করে মামলার দীর্ঘ সূত্রিতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মর্মে কনফারেন্সে উল্লেখ করা হয়।
পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স এর ফোকাল পার্সন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ এর উপস্থাপনা ও সঞ্চালনায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অত্র সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হাসানুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ মোঃ শামসুল হক, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার।
এছাড়া বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, আর.এম.ও. ডা. মোমিন উদ্দিন চৌধুরী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সহকারী পরিচালক, ৫৫ বি.জি.বি, হবিগঞ্জ, র‌্যাব-৯ সিপিসি-০১ শায়েস্তগঞ্জ এর কোম্পানী কমান্ডার, পিবিআই, সি.আই.ডি, ডি.বি, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা সুপার মোঃ মতিয়ার রহমান, হবিগঞ্জ জেলা বার এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোছাব্বির বকুল, পাবলিক প্রসিকিউটর জনাব মোঃ আব্দুল মজিদ খান সহ ফৌজদারী মামলা দায়ের, তদন্ত ও বিচার কাজের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com