স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগাঁহ রোড থেকে ২৯৫ পিস ইয়াবাসহ নোয়াপাড়ার মাদক ব্যবসায়ী জীবন মিয়া (৩০) কে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সে মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের রফিক মিয়ার পুত্র। এ ঘটনায় ওই এসআই বাদি হয়ে মাদক আইনে সদর থানায় মামলা করেছেন। গত বৃহস্পতিবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।