স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচরে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত বারিক মিয়ার পুত্র গনি মিয়ার সাথে তার আপন ভাই হারুনের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় ঘরের জিনিসপত্র ভাংচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।