স্টাফ রিপোর্টার ॥ কিছু দিনের জন্য ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও জাতীয় কৃষক পার্টির নবনির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। গতকাল ১৫ মে বুধবার সকাল ৯ টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। তিনি লন্ডনের স্থানীয় সময় ৪ টায় হিথ্রে এয়ারপোর্টে গিয়ে পৌছবেন বলে একটি সূত্রে জানা গেছে। কিছু দিনের জন্য ব্যক্তিগত সফরকালে যুক্তরাজ্য ব্যবসায়ী কাজ সহ দলীয় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন। সময় স্বল্পতার কারণে তিনি দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ শুভাকাংখীদের সাথে যোগাযোগ করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। সফরকালীন সময়ে যাতে তিনি সুস্থ্য শরীরে দেশে ফিরে আসতে পারেন সেইজন্য সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেন।