স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় জজের বাসায় চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে কারাগারে প্রেরণ করা হয়। জজের বাসায় চুরির ঘটনার রহস্য উদঘাটন করায় সদর থানা পুলিশকে শহরবাসী সাধুবাদ জানিয়েছেন। আটক চোররা হল- উত্তর শ্যামলী নদীর পাড় এলাকার মৃত রহমত আলীর পুত্র সোয়েব হোসেন বাধন (২২), নিউ মুসলিম কোয়ার্টার গোসাইপুর এলাকার নুর মোহাম্মদের পুত্র রিপন মিয়া (২০)। গত ৫ এপ্রিল রাত ১১ টার সময় পুলিশ সুপার আক্তার হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ শহরে সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য উদঘাটন করা হয় এবং আংশিক মালামাল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হলে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। গত ২৯ মার্চ রাত ১১টার দিকে পুরান মুন্সেফী এলাকার নেক মহলের স্বত্তাধিকারী সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানের বাসার জানালা কেটে চোরের দল হানা দেয়। সিসি ক্যামেরার সূত্র ধরে পুলিশ দুই চোরকে আটক করে। এ মামলার অন্য চোরদের ধরতেও অভিযান অব্যাহত আছে। জজ সাইফুর রহমান কুমিল্লা জেলায় কর্মরত আছেন।