স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করে সকাল থেকে রাত পর্যন্ত এক্সেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে পাচার করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রভাবশালী তিনি প্রতিদিন ফসলি জমি থেকে মাটি তুলে ট্রাক্টরযোগে বিক্রি করছেন। এতে করে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে চলাচলের রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। পাশাপাশি ধূলায় পরিবেশ নষ্টসহ সাধারন মানুষ ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় চেয়ারম্যান ও এসিল্যান্ড বাধা দিলেও তা আমলে নেয়া হচ্ছে না। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।