শনিবার, ১১ মে ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জে যমুনা গ্রুপ ও জিএলডিপি’র যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ ও এনজিও সংস্থা ‘জিএলডিপি’র যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার রিচি ঈদগাহে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। স্থানীয় মুরুব্বী হাসান আলীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস লি. এর হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, রিচি ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আব্দুর রহমান, বিশেষ মেহমান ছিলেন এইচসিএম বিজনেস অপারেশন পরিচালক মো. আফসার উদ্দিন, ডিরেক্টর মার্কেটিং মো. সেলিম উল্যা সেলিম, ডিজিএম সেলস এন্ড মার্কেটিং মো. মাকসুদুর রহমান, জিএম সেলস এ.কে.এম. কামরুজ্জামান নিলু।
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ বলেন, যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। যুগ যুগ ধরে বৈদেশিক অর্থ প্রবাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যমুনা গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের শিল্পায়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার হাত ধরে এদেশে বহু শিল্প প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। হবিগঞ্জেও তিনি বিশাল শিল্পপার্ক গড়ে তুলেছেন। এখানে জেলার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতেও আরও অনেকের কর্মসংস্থান হবে বলে বক্তারা প্রত্যাশা করেন। তারা বলেন, যমুনা গ্রুপ কখনও তাদের পণ্যের গুণগত মানের বিষয়ে কোন আপোষ করেনা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, আমরা দোয়া করি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে যেন আল্লাহ্ বেহেস্ত নসিব করেন। তার পরিবার পরিজনের উদ্যোগে শুধু বাংলাদেশে নয়, সারা বিশে^ তাদের কর্ম ছড়িয়ে আছে। অত্যন্ত সুনামের সাথে তারা ব্যবসা করে চলেছেন। আমরা তার পরিবার পরিজন এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সবার জন্য দোয়া করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com