স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে খেলতে গিয়ে অগ্নিদ্ধগ্ধ হয়েছে ৭ শিশু। গুরুতর আহত অবস্থায় আঙ্গুর মিয়ার পুত্র তানভির ও সাব্বির মিয়াসহ ৫ জনকে সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মাঝে তানভীর ও সাব্বিরের অবস্থায় খুবই সংকটাপন্ন। এদিকে তাদের পিতা আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় চিকিৎসার ব্যয় নিয়ে পড়েছেন বিপাকে। তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলতে গিয়ে ওই ৭ শিশু আগুনে ঝলসে যায়। তাদেরকে গ্রামবাসী উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ এবং পড়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে।