প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে গোপলার বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রথমবারের মতো আলী আকবর সভাপতি এবং ২য় বারের মতো নুরুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দেবপাড়া ইউনিয়ন অফিস হলরুমে সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি পদে মোঃ আলী আকবর ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১০৯ টি এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোঃ বশির আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ১০৭ ভোট। সহ-সভাপতি পদে মোঃ জসিম উদ্দিন মাইক প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোঃ গোলাম রব্বানী কলম প্রতীকে পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল আমিন হরিণ প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট এবং তার নিকটতম প্রতিন্দ্বিন্দ্বি মোঃ হায়দার আলী ফুটবল প্রতিকে পেয়েছেন ৯৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জয়নাল মিয়া বাই সাইকেল প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ছায়েদ মিয়া মই প্রতিকে পেয়েছেন ৭০ ভোট। কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন জাবেদ গরুর গাড়ী প্রতিকে পেয়েছেন ১০২ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহমান মাছ প্রতিকে পেয়েছেন ১০০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিহাদ আলী টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১১১ ভোট এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোঃ সহিদুর ইসলাম হারিকেন প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট। প্রধান নির্বাচন কমিশনার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন। নবীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইটিং অফিসার মোঃ শাহ আলম এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।