প্রেস বিজ্ঞপ্তি ॥ ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে শচীন্দ্র কলেজে। রাত ১২.০০ টা ১ মিনিটে প্রথম প্রহরে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম শুরু হয়। এতে অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানের আহ্বায়ক, সহকারী অধ্যাপক গৌতম সরকার সহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর আহ্বায়কের সভাপতিত্বে সকাল ১১ টার দিকে কলেজের ছাত্র মিলনায়তনে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম। পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের পর ভাষাশহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। কোরান তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে দ্বাদশ শ্রেণির ছাত্র মাহফুজ আহমেদ ও দ্বীপ দাশ। স্বাগত বক্তব্য দেন সদস্য, প্রভাষক মোঃ শাহ আলম। শিক্ষার্থীদের পক্ষে দ্বাদশ শ্রেণির রীতা বেগম ও মোঃ মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেনÑসহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, অনুপমা ভক্ত, সৈয়দা তাহমুদা বেগম, মোঃ লতিফ হোসেন, নজরুল ইসলাম খান, প্রদর্শক সুদাম চন্দ্র দাস। সভাপতির বক্তব্যের পর ভাষার গান পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন প্রভাষক সুকান্ত গোপ।