শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম আর নেই চাকুরীতে কোটা বাতিলের দাবিতে শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ আশ্রয়ণ প্রকল্পে খাবার বিতরণ করলেন এমপি আবু জাহির লন্ডনে মিসিগান হবিগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন আহমেদের সাথে যুক্তরাজ্যে মতবিনিময় অনুষ্টিত পবিত্র আশুরা আজ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র উদ্যোগে ”দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতার ইতি টেনে অরবিন্দের অশ্রুসিক্ত বিদায় বাহুবলে সড়ক দুর্ঘটনায় ২ যুবক গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ সকলের সহযোগিতায় পরিবেশবান্ধব শহর গড়ে তোলবো-পৌর মেয়র সেলিম চুনারুঘাটে সিসিমপুর প্রকল্পের সমাপ্তিকরণ কর্মশালা অনুষ্টিত

চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে ॥ নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টেস শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি-পানিউমদা অংশে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের বিরোধের জের ধরে বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে সিএনজি অটোরিকশা চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ। দিনারপুর অঞ্চল থেকে যাওয়া বিভিন্ন মুমূর্ষ রোগীদের নিয়ে কোন সিএনজি গেলে তাদেরকে আউশকান্দি এলাকায় আটকে রাখারও অভিযোগ উঠে। এদিকে দুই সাপ্তাহে বিষয়টি সমাধান না হওয়ায় ও সিএনজি শ্রমিকদের বিরুদ্ধে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় জেআইসি গার্মেন্টস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-পানিউমদা অংশে সিএনজি অটোরিকশা চলাচলে আউশকান্দি ও পানিউমদায় দুটি স্থায়ী স্ট্যান্ড রয়েছে। গত কয়েক বছর ধরে মহাসড়কের আউশকান্দি-পানিউমদা অংশের মধ্যে সদরঘাট-দেবপাড়া-জনতার বাজারসহ বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশার উপস্ট্যান্ড স্থাপন করা হয়েছে। ফলে আয়রোজগারে ভাটা পড়েছে আউশকান্দি স্ট্যান্ডের সিএনজি শ্রমিকদের। এ ঘটনায় উপস্ট্যান্ডগুলো অপসারণ না করা পর্যন্ত আউশকান্দি থেকে পানিউমদার উদ্দেশ্যে কোনো সিএনজি ছেড়ে যাবেনা বলে সিদ্ধান্ত গ্রহণ করে আউশকান্দি এলাকার সিএনজি শ্রমিকরা। ফলে দুই সাপ্তাহ ধরে বন্ধ রয়েছে সিএনজি অটোরিকশা চলাচল। অভিযোগ ওঠছে- এ ঘটনার পর পানিউমদা-গজনাইপুর ও দেবপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী লোকজনসহ মুমূর্ষ রোগীদের নিয়ে আউশকান্দি এলাকা হয়ে চলাচলের চেষ্টা করলে গোপলার বাজার, রুস্তমপুর ও আউশকান্দি এলাকায় যানবাহন আটকে তাদেরকে নামিয়ে দেয় গোপলার বাজার ও আউশকান্দি এলাকার সিএনজি চালকরা। এছাড়া গোপলার বাজার ও আউশকান্দি এলাকার সিএনজি সদরঘাট,দেবপাড়া ও জনতার বাজার এলাকায় আসলে তাদেরকেও আটকে দেয়ার অভিযোগ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ রুটে চলাচল করা সাধারণ যাত্রীরা। এদিকে রোববার সন্ধ্যায় সিএনজি চালকদের বিরুদ্ধে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তোলে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় অবস্থিত জেআইসি স্যুট গার্মেন্টেসের সামনে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টেসের শ্রমিকরা। এ সময় মহাসড়কে মিছিল দিয়ে ও নারী-পুরুষ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন ও রোগী বহনকারী এ্যাম্বুলেন্সসহ অনেক বিদেশ যাত্রীরাও আটকা পড়েন। ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানা পুলিশ শ্রমিক নেতাসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনরত শ্রমিকরা তাদের অবরোধ তোলে নেয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সিএনজি চলাচল বন্ধ ও গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। সিএনজি শ্রমিকদের সঙ্গে কথা বলে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্ব দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com