বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের নারীসহ উখিয়াতে দুই এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার মাধবপুরে কাভার্ড ভ্যান থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িঘরে হামলার নাটক ! সাবেক এমপি আবু জাহিরসহ ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা আজ মহাষষ্ঠী, মাতৃশক্তির উদ্বোধনের মহামঙ্গল মুহূর্ত কোন পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবেনা-ছাবির চৌধুরী শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমানের শুভেচ্ছা প্রদান জাকারিয়া খান চৌধুরী এবং আতিক উল্লাহ’র কবর জিয়ারত করেছেন গউছ-মুকিব স্মার্ট লাইফ সপ্তাহে যোগ দিতে হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তার সিউল গমণ মাধবপুরে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুনারুঘাটে আইসিটি প্রতিমন্ত্রী পলক ॥ সাইবার সিকিউরিটি নিশ্চিতে সরকার ৪ ধাপে কাজ করছে

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইবার সিকিউরিটি নিশ্চিতে সরকার ৪ ধাপে কাজ করছে। এগুলো হচ্ছে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ এবং আন্তর্জাতিক ভাবে তথ্য আদানপ্রদান। ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোকে আমাদের দেশের সামাজিক ও ধর্মীয় অবস্থা বিবেচনায় রেখে সেভাবে কন্টেন্ট উপস্থাপন ও নিয়ন্ত্রণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কারো যেন প্রাণ বা মানহানী না হয় সেজন্যও সরকার কাজ করছে। এজন্য ফেসবুকসহ সবাইকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে। শনিবার সকালে চুনারুঘাট উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও তারুণ্য সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, হবিগঞ্জ-২ আসনের এমপি ময়েজ উদ্দিন শরিফ রুয়েল এমপিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান করা হয়। জানা যায়, উক্ত প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যাপী ফ্রিল্যান্সিংকে অগ্রাধিকার দিয়ে ৪৩টি জেলার সদর উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাসহ মোট ১৩০টি উপজেলায় তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে চারটি ক্যাটাগরিতে (নারী ফ্রিল্যান্সার, নারী আইটি সেবাদাতা, নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী কল সেন্টার এজেন্ট) মোট ২৫ হাজার ১২৫ জন নারীকে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ ও ১ মাসব্যাপী মেন্টরশীপ সহায়তা প্রদান করা হবে। এছাড়া সকল সফল প্রশিক্ষণার্থীদের একটি করে ল্যাপটপ প্রদান করা হবে। বর্তমানে ১৩০ টি উপজেলায় প্রথম পর্যায়ে ৪০৮ টি ব্যাচে ৮৪৬০ জনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com