সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি মজিদ খান ও মিলাদ গাজীর ভাই শাহেদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহ্ নওয়াজ মিলাদের ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ। গতকাল মঙ্গলবার এমপি মজিদ খান হবিগঞ্জ জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গাজী শাহেদ ফরমের জন্য টাকা জমা দিয়েছেন। আগামীকাল ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে। এমপি আব্দুল মজিদ খান হবিগঞ্জ-২ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এবারও এই আসন থেকে দলীয় প্রতিকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। কিন্তু দলীয় সিদ্বান্তে এই আসনে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েলকে। রুয়েল বানিয়াচং-আজমীরিগঞ্জ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট শরিফ উদ্দিন মাস্টারের ছেলে। এড. রুয়েল বর্তমানে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। অপর দিকে, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনেও বর্তমান সংসদ সদস্য গাজী মো. শাহ নওয়াজ মিলাদ এবারও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দিয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরীকে। গাজী শাহেদ কেন্দ্রীয় যুবলীগের সদস্য। তার আপন ভাই বর্তমান এমপি মিলাদ গাজী নৌকার মনোনয়ন চেয়েও পাননি। মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর। যাচাই-বাচাই ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্ধ ১৮ ডিসেম্বর এবং এই দিন থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। সবশেষ আগামী ৭ জানুয়ারী ভোট উৎসব অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বিএনপি এখনও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com