শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

মজিদ খান ছাড়া যে কাউকে নৌকা দেয়ার দাবী তৃণমূলের নেতাকর্মীদের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের সকল ইউনিটের নেতৃবৃন্দ। এমনকি ওই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীদেরও একই দাবী যেন মজিদ খান ছাড়া যে কাউকে নৌকা দেয়া হয়। তৃণমূলের অভিযোগ এমপি মজিদ খান বিগত ১৫ বছর আওয়ামী লীগের কোন নেতাকর্মীর সাথে সুসম্পর্ক রাখেননি। টিআর-কাবিখাসহ সরকারী বরাদ্ধ গেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে। গতকাল বিকেলে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রকাশ্যে এই অভিযোগ আনেন নেতাকর্মীরা। সেখানে সকল মনোনয়ন প্রত্যাশীসহ দুই উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত হয়ে এই দাবী জানান। সেখানে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত থেকে এই দাবীর সাথে একমত পোষন করেন। আওয়ামীলীগের তৃনমূল্যের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে আওয়ামীলীগের মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল কবির মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ূন করি রেজা, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আবুল আজাদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হাসান চৌধুরী হেমসিন, ইউপি চেয়ারম্যান মাসুদ কুরাইশি মক্কী, ইউপি চেয়ারম্যান মঞ্জু কান্তি দাস, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুর রউফ, আজমিরীগঞ্জ উপেজলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ লুৎফুর রহমান চৌধুরী, ছানু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জুবাইয়ের আহমেদ জাবের, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন লাল মিয়া, সদস্য সচিব সেবুল ঠাকুর।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে বক্তব্য রাখেন উত্তরপূর্ব ইউনিয়ন সভাপতি ইমান উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, উত্তর পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রাসেল, দক্ষিণপূর্ব ইউনিয়ন সভাপতি আমির হোসেন নিয়াশা, দক্ষিণ পশ্চিম ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির, সাধারণ ইকবাল হোসেন ইনু, দৌলতপুর ইউনিয়ন সভাপতি মাধাই বৈষ্ণব, সাধারণ সম্পাদক মইনুল হক, কাগাপাশা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক রথীন্দ্র চন্দ্র দাস, বড়ইউড়ি ইউনিয়নের সভাপতি শাহজাহান মিয়া, পুকড়া ইউনিয়ন সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক কাজী শাহজাহান, সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সুবিদপুর ইউনিয়ন সভাপতি হাজী আকবর খান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস, মন্দরী ইউনিয়ন সভাপতি ফারুক হোসাইন বেলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ সোহেল, সুজাতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্কল মিয়া, পৈলারকান্দি ইউনিয়ন সভাপতি এমদাদুলক হক, সাধারণ সম্পাদক পরিতোষ গোপ, মুরাদপুর ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাসান দুলাল, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আব্দুল আউয়াল, বদলপুর ইউনিয়ন সভাপতি হীরা লাল দাস, সাধারণ সম্পাদক জয়দেব, জলসুখা ইউনিয়ন সাধারণ সম্পাদক গাজীউর রহমান গাজী, কাকাইছেও ইউনিয়ন সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, শিবপাশা ইউনিয়ন সভাপতি একেএম আজাদ, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলুয়ার হোসেন, আজমিরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মহিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি আবুল কাশেম রুবেল, আলাউদ্দিন মেম্বারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com