শনিবার, ১১ মে ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনিরোর হবিগঞ্জে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র দূর্যোগ সমন্বয় কেন্দ্র পরিদর্শন

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) একটি স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অলাভজনক, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানেটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন প্রকার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য “স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সাসটেইনেবল ডিজাস্টার ম্যানেজম্যান্ট নেটওয়ার্ক বাই ইনভলবিং মাল্টি-সেক্টরাল প্লাটফর্ম” নামে একটি প্রকল্প জাপানি বেসকারী সংস্থা এশিয়া প্যাসিফিক এলায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজম্যান্ট (এ-প্যাড) এর অনুদানে ও এনজিও বিষয়ক ব্যুরো এর অনুমোদনে হবিগঞ্জে বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের অধীনে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) হবিগঞ্জ সদরে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনিরো ৯ নভেম্বর ২০২৩ তারিখে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) হবিগঞ্জ শাখার কার্যালয় পরিদর্শন ও সিআইএস-এর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেই সাথে বিভিন্ন সুবিধাভোগীদের সাথে কথা বলেন। তিনি সিআইএস-এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের তৃণমূল সম্প্রদায়ের জন্য সমর্থন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূতের সফরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর উপস্থিত ছিলেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে হবিগঞ্জের মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার জন্য সিআইএ কে আহব্বান জানান এবং সিআইএস-এর সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনুকা বৌমিক, বাংলাদেশে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ইওয়াসাকি দাইচি, জাপান দূতাবাসের উপদেষ্টা, তিতাস ডোফো, এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) এর সিনিয়র উপদেষ্টা নোবুতাকা মিয়াহারা, এ-প্যাড জাপান থেকে মিস রেইনা ইনো, এ-প্যাড শ্রীলঙ্কা থেকে মিস রোশেল স্কারেনগুইভেল, এ-প্যাড ইন্দোনেশিয়া থেকে সুমাইদি, এ-প্যাড ফিলিপিন থেকে মিস খ্যাথলিন ব্যারিয়েনেআস-বায়েজ, এ-প্যাড কোরিয়া থেকে জংওয়ান সুং, সিআইএস এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, প্রোগ্রাম ম্যানেজার শাহাদাৎ হোসেন, ডিসিএইস এর ডিরেক্টও ডাঃ মোঃ ওমর শরীফ ইবনে হাসান, সাদিয়া সামাদ মৌ, ডাঃ মোঃ ফুয়াদুল ইসলাম এবং সিআইএস হবিগঞ্জ শাখার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও, সুশীল সমাজ এবং সিআইএস ও ডিসিএইস ট্্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com