রবিবার, ১২ মে ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমপি ও ডিআইজি ॥ বানিয়াচঙ্গে অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক জুমার খুৎবায়-মাওলানা মোবাশ্বির আহমেদ ॥ আগুয়া গ্রামে তিন খুনের মধ্যে দিয়ে গজব নাজিল হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছে তারা মুনাফিক, বেঈমান-ছাবির আহমদ চৌধুরী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেপ্তার অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হকের ইন্তেকাল মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা উপজেলা নির্বাচন কমিটির সদস্য হলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট

জেলা ছাত্রদল সভাপতি রিংগনের মুক্তির দাবিতে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহ্ রাজিব আহমেদ রিংগন এর বিরুদ্ধে দায়েরেরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১অক্টোবর) বুধবার বিকাল ৪ টায় মিছিলটি শহরের হাসপাতাল রোড জুয়েল ম্যানশনের সামন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোড বাংলা টাউনের সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত পথসভায় বক্তারা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি,কে গউছ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহ্ রাজিব আহমেদ রিংগন, সিনিয়র সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরেকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবী জানান। উক্ত মিছিল ও পথসভায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজে ছাত্রদলের ২ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com