প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর জাতীয় যুবসংহতির কর্মী সভা গতকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় নবীগঞ্জ পৌর জাতীয় যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক এমরান মিয়া, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম সামছুল হুদা চৌধুরী, হবিগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোজাহিদ আহমেদ শাহীন, পৌর জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি প্রমুখ।
কর্মী সভায় সর্বসম্মতিক্রমে শাহ শিপন মিয়াকে আহ্বায়ক, এলেমান মিয়া, রুহেল মিয়া, কবির মিয়া, মোফাজ্জুল মিয়া, আব্দুল হককে যুগ্ম আহ্বায়ক ও মোঃ তাহিদ মিয়াকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ পৌর জাতীয় যুবসংহতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।