রবিবার, ১২ মে ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমপি ও ডিআইজি ॥ বানিয়াচঙ্গে অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক জুমার খুৎবায়-মাওলানা মোবাশ্বির আহমেদ ॥ আগুয়া গ্রামে তিন খুনের মধ্যে দিয়ে গজব নাজিল হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছে তারা মুনাফিক, বেঈমান-ছাবির আহমদ চৌধুরী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী গ্রেপ্তার অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হকের ইন্তেকাল মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা উপজেলা নির্বাচন কমিটির সদস্য হলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট

বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার ৩নং তেঘরিয়ায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য মোঃ আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়ে যখন দেশের উন্নয়ন শুরু করেছিলেন সেই সময় তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। পরে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বাধাগ্রস্ত করা হয়। তিনি তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল। এই পিছিয়ে পড়া দেশের হাল ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যেভাবে ১৯৭১ এ নির্বিচারে নারী-শিশু হত্যা করা হয়েছিল, ঠিক সেই আদলে ৭৫ এ ঘরে ঢুকে নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে এদেশের মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।
সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়ে এমপি আবু জাহির জাতির পিতাসহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উত্তম রায়, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবিদ আলী। শোক সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মইনুল হক আরিফ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com