স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার প্রত্যন্ত জনপদে উন্নয়ন কাজে গুরুত্বারোপ করেছে। এর ফলে জনগণের গতিশীলতা বেড়েছে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তাঘাট পাকা হওয়ায় কৃষকরা সহজে ফসল বাজারজাত করতে পারছে এবং ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে। যোগাযোগ, শিক্ষা ও বিদ্যুতের উন্নয়নে গ্রামগুলো এখন শহরে রূপান্তর হচ্ছে। গ্রামের লোকজনই হল এই সংগঠনের প্রাণ।
তিনি গতকাল বিকেলে জানির রাস্তা হতে কাজীরগাও ভায়া কাজীর গাও কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাজীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কাজীরগাও গ্রামের যে অংশ বিদ্যুৎ পায়নি সেই অংশেও বিদ্যুৎ প্রদান করা হবে।
শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলী আহম্মদ খানের সভাপতিত্বে ও উসমান আলী মিনুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা প্রকৌশলী নাজির আহমেদ চৌধুরী, কাজী মঞ্জু, ফজর উদ্দিন তালুকদার, আব্দুস সামাদ, বুলবুল খান, মো. ইলিয়াছ ও গাজীউর রহমান ইমরান প্রমুখ।
এলজিইডি ৩৭ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির নির্মান কাজ বাস্তবায়ন করছে।
এমপি আবু জাহির পরে পাটলী ও জয়রামপুর এবং সৈয়দপুর এবং ধুলিয়াখাল গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ শালিসের মাধ্যমে নিস্পত্তি করেন।