বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন নবীগঞ্জে সংঘর্ষ নিরসনে শালিস প্রক্রিয়া চলাকালেই ১১৫ জনের বিরুদ্ধে মামলা আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য ॥ শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল সুতাং নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা

২৭ সেপ্টেম্বর ২০১৩ ইং এর সকল সংবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩
  • ৮৯৮ বা পড়া হয়েছে

ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষে শহর রণক্ষেত্র
বাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ॥ ৩৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ
স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদলের দু’গ্র“পের অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষকালে বাসা ও অনামিকা কমিউনিটি সেন্টরসহ কয়েকটি প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এতে কয়েক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতি হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গতকাল সকাল ১১টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এর নেতৃত্বাধীন গ্র“প ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমদের নেতৃত্বাধীন গ্র“পের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিষয়টি এলাকা ভিত্তিক রূপ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে বৃন্দাবন কলেজের জনৈক ছাত্রীর ওড়না ধরে টান দেয়ার ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলাম চৌধুরী ফরিদের গ্র“পের শহরের রাজনগর এলাকা শাওন এবং সৈয়দ মুশফিক আহমেদ গ্র“পের ছাত্রদল কর্মী শহরের সুলতান মাহমুদপুর এলাকার সাইফুল ইসলাম রকির মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় গ্র“পের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উভয় গ্র“প প্রস্তুতি নিয়ে কলেজ ক্যাম্পাসে মারমুখী অবস্থান নেয়। সকাল ১১ টার দিকে উভয় গ্র“প সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে শহরের সুলতান মাহমুদপুর, নিউ মুসলিম কোয়ার্টার এলাকা এবং বহুলা গ্রামের ছাত্র ও যুবকরা মুশফিক গ্র“পের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুশফিক গ্র“প ধাওয়া করে অবস্থান নেয় বৃন্দাবন কলেজের ছাত্রী হোস্টেলের সামনের সড়কে এবং ফরিদ গ্র“প অবস্থান নেয় অনামিকা কমিউনিটি সেন্টার এলাকায়। উভয় পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় একটি পক্ষ শহরের অনামিকা কমিউনিটি সেন্টার, ছাত্রদল নেতা মাকসুদুর রহমান উজ্জলের মালিকাধীন লিমিট ক্লথ স্টোর, সরকারি বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালালের বাসাসহ বেশ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক ও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে ৩৪ রাউন্ড রাবার বুলেট টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের নেতৃত্বে তার মিলনায়তনে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ছাত্রদল নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩ অক্টোবর বিষয়টি সমঝোতায় নিষ্পত্তি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলাম জানান-আধিপত্য বিস্তারের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, জুনিয়র ছাত্রদল কর্মীরা তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু একটি মহল সিলেট বিভাগে ছাত্রদলের কেন্দ্রীয় আগমনের পূর্বক্ষনে পরিকল্পিতভাবে এ রকম একটি অবস্থার সৃষ্টি করা হয়েছে। তিনি আরো জানান, উভয় পক্ষের উত্তেজনার প্রেক্ষিতে বুধবার রাতে তিনি জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সাথে যোগাযোগ করেন। এ সময় কোন বিশৃংখলা হবেনা বলে ফরিদ তাকে আশ্বস্থ করেন। কিন্তু গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে অতর্কিতে মুশফিক গ্র“পের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ বলেন, ছাত্রদলের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শহরের সুলতান মাহমুদপুর এলাকার লোকজন রাজনগরের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি বলেন, এ সময় তারা শহরের অনামিকা কমিউনিটি সেন্টার ও সরকারি বৃন্দাবন কলেজের সহযোগী ইলিয়াছ বখত চৌধুরী জালালের বাসাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে কাউসার (১৫), সামসু (১৬), হৃদয় (১৬), আরিফ (২৫), মোহাম্মদ (১৭), সারোয়ার (২০), এমদাদুল (২৩), জুম্মন (৩০), আফজল (১৮) ও রকিকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষকদের
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃপেশ চন্দ্র দাশ, সহ-সভাপতি শেখ রুমানা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিউর রহমান, প্রধান শিক্ষক নিখিল সুত্রধর, রাহেলা খানম, সেলিনা বেগম, সহ-মহিলা সম্পাদিকা ফাহমিদা আক্তার দীপা, তথ্য ও প্রচার সম্পাদক মাহবুব আহমেদ, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পলাশ রতন দাশ, সমবায় সম্পাদক মোঃ আব্দুল মজিদ, শিক্ষক ইন্দ্রজিৎ দাশ, দীপক দাশ, অভিজিৎ তালুকদার, তপন পাল, রানা চন্দ্র দাশ, তোফাজ্জল ইসলাম, খাইরুল ইসলাম, রিংকু দাশ, প্রদীপ দাশ, শিক্ষক আমিনুল হক প্রমুখ। সভায় প্রধান শিক্ষকদের ২য় শ্রেনীর কর্মকর্তার পদ মর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল আপগ্রেড করন সহ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক ৭ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উল্লেখিত দাবী আদায়ের লক্ষ্যে অনসন কর্মসূচী সফল করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানানো হয়।

বানিয়াচংয়ে বিএনপি নেতার
মাতার ইন্তেকালে শোক
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ ওয়াহিদের মাতা দিলরব বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গত বুধবার রাতে নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী আঃ আজিজসহ ৩পুত্র ও ১ কন্যা সন্তান ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
গতকাল সকালে খাগাউড়া গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি নেতা মোশাররফ হোসাইন, বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সামছুর রহমান, বানিয়াচং উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আমজাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, জাসাস’র সভাপতি একে আজাদ, শ্রমিকদলের সাবেক সভাপতি আঃ সালাম, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ধন মিয়া,শেখ জসিম, মোজাম্মিল হোসেন খান, শাবান মিয়া, রাজ্জাক আহমেদ আল-আমিন, শফিকুল ইসলাম, মাসুম মিয়া, এডভোকেট সুফি মিয়া, মহিউদ্দিন লিটন, আঃ হামিদ, আব্দুল্লা-আল-নাসের, সাহাঙ্গীর হোসেন,আঃ ছালাম ও ফয়সল আহমেদ পলাশ।

মোতাচ্ছিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে ক্রিয়েটিভ স্টুডেন্ট ইউনিট বৃন্দাবন সরকারী কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম হাসান, আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুহেল, সহ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাফা আজাদ রাসেল, সহ-সভাপতি আবুল কালাম, নুরুল হক কবির, আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলাম, সাইদুর রহমান, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোফাচ্ছির রায়হান মুফতি, মঈনুল ইসলাম, সাদিকুর রহমান মুকুল, হাফিজুল ইসলাম, আনু মিয়া ও জুবায়ের আহমেদ প্রমুখ।

চুনারুঘাটে শানখলায় নারী
উন্নয়নে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ বন্ধ হয়ে যাবে কি নারীদের পথচলা, আপনারা আছেন কেমন ? শীর্ষক এক উন্মুক্ত সংলাপ গতকাল বৃহস্পতিবার চুনারুঘাটের শানখলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ করিম খান। বক্তব্য রাখেন ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, ছিদ্দিক আলী, শফিক মিয়া, আব্দুল শুকুর প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নারী অগ্রযাত্রায় ধর্মীয় মূল্যবোধ ও আচার আচরণ পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপুরক এ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। বাল্য বিবাহ রোধ, দুই এর অধিক সন্তান না নেয়া, নারীদের পথচলায় সহযোগিতা সহ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে শানখলা ইউনিয়নে ইভটিজিং, নারী নির্যাতন বন্ধ সহ উন্নয়ন কার্যকলাপ জোরদার করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

শাহজালালের (রহঃ) উত্তরসূরীদেরকে সুন্নীয়তের
দর্শন কায়েমে এগিয়ে আসতে হবেÑমুফতী ওয়াদুদ
প্রেস বিজ্ঞপ্তি ॥ সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের আমীর মুফতী আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ বলেছেন- এই যমিনে শিরক বিদআত আর কুফরী মতবাদের অজ্ঞতাকে দূর করে প্রতিটি মানুষের অন্তরে তাওহীদ ও রেসালাতের নূর দ্বারা নূরান্বিত করেছেন আউলিয়ায়ে কেরাম। এরই ধারাবাহিকতায় সিলেটের যমিন থেকে পৌত্তলিকতা দূর করে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে ইসলামের পতাকাকে উড্ডীন করেন শায়খুল মশায়েখ, দাতায়ে বাঙ্গাল, হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনী (রহঃ)। তিনি ৩৬০ জন সাথী নিয়ে বাংলার বিভিন্ন অঞ্চলে ইসলামের সুমহান বাণী প্রচার করে আজ বিশ্রাম নিয়েছেন সিলেটের জমিনে। আজ সিলেট বিভাগসহ সমগ্র বাংলাদেশে ইসলাম ও সুন্নীয়তের যে চর্চা হচ্ছে তা কেবল তারঁই অবদান। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মহান আধ্যাত্মিক সাধকের জীবন ও কর্মকে যেভাবে মূল্যায়িত করে জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন ছিল সে বিষয়ে সকলেই উদাসীন। তাই প্রশাসনসহ বিভিন্ন সংগঠন, সংস্থাকে তার জীবনের ওপর সভা, সমাবেশ, সেমিনার আয়োজনের তাগিদ প্রদান করেন- তিনি গত ২৫ সেপ্টেম্বর বুধবার হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গঁনে অনুষ্ঠিত উরসে হযরত শাহজালাল (রহঃ) ও নাতে রাসূল (সাঃ) মজলিসে সভাপতির সমাপনি বক্তব্যে উপরোক্ত আহ্বান জানান। নির্বাহী মহাসচিব আমির”ল ইসলাম রামীম এর সঞ্চালনায় হাফেজ ফজলুল হক এর কুরআন তেলাওয়াত এবং জহির রেজা আক্তারীর নাতে রাসূল পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনে হামদে খোদা ও নাতে রাসূল পরিবেশন করেন বেলাল রেজা, রাসেল রেজা, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ। বাদ এশা তার জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সুবহান জেহাদী, প্রভাষক মাওলানা আব্দুল মুকিত, আলহাজ্ব মফিজুর রহমান, মুফতী বদরুর রেজা এবং প্রধান আলোচক মাওলানা মুশতাক আহমদ আল কাদরী। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ আলাউদ্দিন আবেদী, অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মাহমুদুর রহমান আউলিয়া, ইসলামীক ফ্রন্ট জেলা সেক্রেটারী আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, মোহাম্মদ নূরউদ্দিন, ইসলামী ফ্রন্ট সেক্রেটারী জাহিদুল ইসলাম বিএসসি, মুফতী তাহির উদ্দিন, সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মঈন উদ্দিন আশরাফী, হাফেজ মুজাম্মিল, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আবুল কালাম, হাবিবুর রহমান, আক্তার হোসেন, অধ্যক্ষ আফজল মিয়া, হাফেজ এবাদুল হক চৌধুরী প্রমূখ। সভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মুফতী আবু ছাফওয়ান মুহাম্মাদ আশরাফুল ওয়াদুদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক শ্রোতার সমাগম ছিল লনীয়।

সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ৩য় দিন
কুষ্টিয়ার আরশিনগর শিল্পীগোষ্ঠীর লালন সংগীতে মোহিত দর্শক শ্রোতা
স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা প্রশাসন আয়োজিত ও শিল্পকলা একাডেমীর পরিচালনায় সপ্তাহব্যাপী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনে ছিল বাউল গানের আসর। এতে কুষ্টিয়ার বাউল শিল্পী সমীর বাউলের নেতৃত্বে আরশিনগর শিল্পীগোষ্ঠির লালন সংগীতে মোহিত হয় দর্শক-শ্রোতা। উৎসবের প্রথম পর্যায়ে আলোচনা সভা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। এতে সভাপতির দায়িত্বে ছিলেন, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন- এডঃ আব্দুল মজিদ খান এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জালাল আহমেদ ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। আলোচক ছিলেন- লাখাই উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, পিপি এম আকবর হোসেন জিতু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, লোকজ গবেষক তরফদার মোঃ ইসমাঈল। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্যায়ে শুরু হয় মনোজ্ঞ লালন সংগীতের অনুষ্ঠান। এতে প্রথমেই লালনের দুইটি ভাবধর্মী সংগীত নিয়ে হাজির হন কুষ্টিয়ার আরশিনগর শিল্পীগোষ্ঠির প্রধান বাউল শিল্পী সমীর বাউল। তার পরই দুইটি করে লালন সংগীত পরিবেশন করেন আরশিনগর শিল্পী গোষ্ঠির অপর তিন শিল্পী রতœা সরকার, মিজানুর রহমান ভুট্টো ও সাথী। পরে আরও দুইটি লালন সংগীত পরিবেশন করেন দলটির প্রধান শিল্পী সমীর বাউল। তাদের গানে মোহিত হন অতিথিবৃন্দসহ দর্শক-শ্রোতা। কয়েকজন দর্শককে বলতে শোনা যায়- অনেক দিন ধরে এ ধরণের গান শুনিনি। হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার এ ধরণের উৎসবের আয়োজন করায় দর্শকরা তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা ফেরদৌসী সুলতানা। তাদের উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহমদ।

মনতলায় সুধী সমাবেশে আহমদ আবদুল কাদের
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে
কোন নির্বাচন হতে দেয়া হবেনা
স্টাফ রিপোর্টার ॥ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। দলীয় সরকারের অধীনে  জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করা হবে”। তিনি বলেন, “দেশ চলছে ভারতীয় তেল ও তালে, তাই ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকার অধিকার রাখেনা। পুনরায় জনগণের কাছে ভোট চাওয়ারও অধিকার নেই তাদের”।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার মনতলা বাজারস্থ বহরা ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় খেলাফত মজলিস আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহরা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী শামীম, মাধবপুর উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুল করিম, মাধবপুর পৌরসভা সভাপতি মাওলানা সালাহ উদ্দিন ও ঢাকার পল্টন থানা সহ সভাপতি মুফতি হাসান জুনাইদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধবপুর পৌর শাখার সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহিন, মুজিবুর রহমান বাহার, মাধবপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী নুর উদ্দিন, সহ সভাপতি ডাঃ নজর”ল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মোতাহার হোসেন, মাওলানা বশির আহমদ, মাওলানা আব্দুল মন্নান, শাহ আব্দুল হামিদ, বিশিষ্ট সর্দার আজব খান, মোঃ শাহিন মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফেজ তোফায়েল আহমেদ ও ক্বারী নুর উদ্দিন।ং

মাধবপুর উপজেলা ও পৌর
ছাত্রলীগের কর্মী সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেল ও পৌর ছাত্রলীগের কর্মী সমাবেশ গত বুধবার মাধবপুর মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহÑসভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা নাঈম হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, কেন্দ্রী কমিটির উপ সম্পাদক শাহীন আহমেদ সিরাজী, সহ সম্পাদক শাহ আলমও নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। মাধবপুর পৌর ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাকিব কায়ছারের  পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহÑসভাপতি আবুল কালাম, আঃ ওয়াহেদ মনির, ধ্্রুব জ্যাতি দাশ টিটু, মোঃ নূরুল হক কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ ইশতিয়াক রাজ, নাহিদ আরাফাত, এস এম শামীম, মানিক মিয়া, মিজানুর রহমান কমল, সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলাম কায়েছ চৌধুরী, মাহবুবুর রহমান সানি, সাইদুর রহমান, প্রচার সম্পাদক মহিবুর রহমান মাহি, পাবেল খান চৌধুরী, ছাদিকুল রহমান মুকুল, আপিজুর রহমান ইকবাল হোসেন, জিবলু আহমেদ, জাবেদুল আলম,রাজিব, তরু, মুফতি প্রমুখ।
প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রলীগে সহÑসভাপতি  নাঈম হাসান বলেন ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নিরলশ পরিশ্রম করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

ইকরাম গ্রামে লিটন হত্যাকান্ড
গ্রামবাসীর প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের ইকরাম গ্রামে লিটন হত্যাকান্ডে নিরপরাধ লোকদের মামলায় আসামী করা হয়েছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। এর প্রতিবাদে গতকাল বিকেলে ইকরাম বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল্লা আল নাসেরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-তজমুল হক চৌধুরী, আতাউর রহমান, এডভোকেট কামরুল হাসান চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, জানে আলম, রঙ্গু মিয়া, আক্কল মিয়া, মহারাজ মিয়া, হেলাল মিয়া, মশিউর রহমান, আবুল কাসেম, সৈয়দ আহমেদ খোকন, কবির কুমার চক্রবর্তী, আব্দুল কদ্দুছ শামীম, হরলাল চৌধুরী, আহসান হাবিব, মানিক ও আমানত উল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে লিটন (১৬)কে ইকরাম গ্রামে হত্যা করা হয়। পরদিন তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটনের খালাতো ভাই ইকরাম গ্রামের সামসুল হক তালুকদারকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহত লিটনের পিতা বাদী হয়ে সামসুল হক ও মোজাফ্ফরসহ ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মাধবপুরে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তা
বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তা বিষয়ক গ্রাহকদের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পল্লী সমিতির উদ্যোগে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র কামরুল হাসান, ২য় ও ৩য় হয় যথাক্রমে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রায়হান রহমান ও ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের কেএম রেজুয়ানুল ইসলাম। উক্ত রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য, এজিএমকম প্রকৌশলী আক্তারউজ্জামান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক মৃধা, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছা মিয়া, উপসহকারী প্রকৌশলী  ঋষিকেশ, সাংবাদিক মিজানুর রহমান, ইস্ট্রাক্টর আসলাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান।

মাধবপুরে খেলাফত মজলিসের কর্মী সভা অনুষ্ঠিত
ডঃ আহম্মদ আব্দুল কাদেরকে প্রার্থী ঘোষনা দাবি
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ খেলাফত মজলিস বহরা ইউপি শাখার উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় বহরা ইউপি শাখার সভাপতি মওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে ও মওলানা তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও হেফাজতের কেন্দ্রীয় নেতা ডঃ আহাম্মদ আব্দুল কাদের বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা তাজুল ইসলাম, মওলানা মোতাহার হোসাইন, আলহাজ্ব শাহীন মিয়া, মওলানা সালাউদ্দিন, মওলানা মোহাম্মদ আলী, মওলানা জুনাইদ মিয়া, ডাঃ নজরুল ইসলাম, মওলানা বশির আহম্মদ, অধ্যাপক আব্দুল করিম, এডঃ সারোয়ার রহমান, মওলানা মাহবুবুল করিম প্রমুখ। সভায় প্রধান অতিথি সহ বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনতার দাবি। সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছাড়া জনগণ নির্বাচন প্রত্যাখান করবে। সভায় বক্তারা আহম্মদ আব্দুল কাদের বাচ্চুকে জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ- ৪ মাধবপুর-চুনারুঘাট আসনে মহাজোট থেকে প্রার্থী হিসেবে দাবি করেন।

সুধি সমাবেশে এমপি মজিদ খান
‘শিক্ষাক্ষেত্রে বানিয়াচং ফাজিল
মাদ্রাসা একটি অনন্য উদাহরণ’
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন- শিক্ষাক্ষেত্রে বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা একটি অনন্য উদাহরণ। শত প্রতিকুলতার মধ্যেও প্রতি বছর ভাল ফলাফল অর্জন করে মাদ্রাসাটি শুধুমাত্র নিজেদের আলোকিত করেনি, পাশাপাশি বানিয়াচংবাসীর মুখও উজ্জ্বল করেছে। মাদ্রাসার শিক্ষাক্ষেত্রে উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে যত প্রকার সহযোগিতা প্রয়োজন তা আমি করে যাবো। বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা শিক্ষামন্ত্রণালয় এর অধীনে সেকায়েপ কর্তৃক শ্রেষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এ উপলক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও মাদ্রাসা গভর্ণিংবডির সহ-সভাপতি হাফেজ সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছফিউল্লা সরকার, ৪ নং দক্ষণি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সমাজ সেবক পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম, অত্র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আাহমদ, সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, ইংরেজী প্রভাষক মোঃ ফজলুল হক, অভিভাবকদের পক্ষে হাফেজ জাহেদুর রহমান এবং ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইমরান হোসেন, মোঃ সাহাবুদ্দিন, জাহির উদ্দিন সোহেল, তাকবির হোসেন।

বাহুবলে স্থানীয় সরকার বিষয়ক সংলাপে বক্তারা
জনপ্রতিনিধিরা অর্থ চাউল গম-এর পেছনে
দৌড়াচ্ছেন ॥ সামাজিক কাজে আগ্রহ নেই
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্থানীয় সরকার সংলাপে বক্তারা বললেন, আমাদের দেশের স্থানীয় সরকারের গঠন প্রণালী উন্নত দেশের মত নয়। যথেষ্ট দূর্বলতায় ভরা। স্থানীয় সরকার স্বয়ংসম্পন্ন হওয়ার কোন পথ নেই। অধিকাংশ ইউনিয়ন পরিষদের নিজস্ব আদায় সীমিত। কেন্দ্রীয় সরকারের উপরই নির্ভর করে চলতে হয় ইউনিয়ন পরিষদকে। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ বিধি-বিধানে অনেকগুলো স্ট্যান্ডিং কমিটির কথা বলা আছে। কমিটিগুলোও কাগজে কলমে তৈরি করা হয়। কিন্তু ওইসব কমিটির বৈঠক নিয়মিত না হওয়ার অন্যতম কারণ ‘অর্থ’। ওইসব কমিটির কার্যক্রম পরিচালনার জন্য আলাদা কোন বরাদ্দ নেই। ফলে এসব কমিটির সদস্যরা হাতেগুণা কয়েকটি স্ট্যান্ডিং কমিটি ছাড়া অন্য কমিটির বৈঠকে উপস্থিত হতে চান না। ওইসব কমিটিগুলোর নিয়মিত বৈঠক ও কার্যক্রম সচল রাখতে আলাদা বরাদ্দ থাকা প্রয়োজন। বক্তারা আরো বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা যেখানে অর্থ, চাউল কিংবা গম আছে সেদিকে দৌড়াচ্ছেন। বাল্য বিয়ে বন্ধ, যৌতুক নির্মূল, টিকা দান, শিশুদের স্কুলমুখী করা, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম সংস্থান সৃষ্টি সহ সামাজিক কাজে জনপ্রতিনিধিরা তেমন অগ্রহী নন। এসব কাজে তাদের আগ্রহী করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। বক্তারা বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে স্থানীয় সরকারকে এগিয়ে নেয়া সম্ভব। অন্যান্য অতিথিদের বক্তব্যে যে বিষয়টি উঠে আসে তা হলো জনপ্রতিনিধিদের ভালো কাজের পজেটিভ সংবাদের পাশাপাশি সমস্যা সংশ্লিষ্ট সংবাদ সুপারিশ বা পরামর্শ সহকারে লিখলে সমাজের জন্য উপকার হতে পারে।
ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাহুবল মডেল প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সংলাপটি অনুষ্ঠিত হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপম্যান্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর সহযোগিতায় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে জনউদ্যোগ (সিভিআইপিএস) প্রকল্পের আওতায় ‘দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প ও ইউনিয়ন পরিষদ’ বিষয়ক সংলাপে প্রধান আলোচক ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ।
বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন-এর সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, ৩নং সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ৫নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ সম্পাদক সোহেল আহমেদ কুটি, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর। বক্তব্য রাখেন এমএমসি’র বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান, দৈনিক মানবজমিন বাহুবল প্রতিনিধি ও সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ-এর বার্তা সম্পাদক নূরুল ইসলাম মনি, দৈনিক প্রথম আলো প্রতিনিধি পংকজ কান্তি গোপ টিটু, দৈনিক প্রতিদিনের বাণী প্রতিনিধি আব্দুল আওয়াল তহবিলদার, এটিএম তামিম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক প্রভাকর প্রতিনিধি মাওলানা মোস্তফা কামাল।

কর্মবিরতীর ফলে কোর্ট বসে নির্ধারিত সময়ে এক ঘন্টা পর
এডভোকেটস ক্লার্ক আইন পাশের দাবীতে
আইনজীবী সহকারীদের মানববন্ধন কর্মবিরতী
স্টাফ রিপোর্টার ॥ এডভোকেটস ক্লার্ক আইন পাশের দাবীতে হবিগঞ্জে আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে গতকাল সকাল থেকে কর্মবিরতী পালন করা হয়েছে। একই সাথে সমিতির সদস্যরা হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মানববন্ধনটি বার লাইব্রেরীর প্রধান শাখার সামনে গিয়ে শেষ হয়। আইনজীবী সহকারীরা শহরে মিছিলও করেন। জানা যায়, এডভোকেটস ক্লার্ক এ্যাক্ট পাশ করার দাবীতে আইনজীবী সহকারীরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছেন। দাবী আদায়ের লক্ষ্যে ইতিপূর্বে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন, আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমদ, প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে এডভোকেটস ক্লার্ক এ্যাক্ট পাশের যুক্তিকতা তুলে ধরা হয়। আইনজীবী সহকারীদের দাবী- এডভোকেটস ক্লার্ক আইন পাশ হলে আইনজীবী সহকারীরা তাদের পেশার নিশ্চয়তা প্রাপ্তির সাথে সাথে সরকারের বিভিন্ন অনুদান পাওয়া সমিতির পক্ষে সহজ হবে। আইন পাশ না হওয়ায় তারা সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকলেও নানাভাবে তারা অবহেলিত। গতকাল মানববন্ধনও কর্মবিরতীর কারণে হবিগঞ্জের কোর্টগুলো নির্ধারিত সময়ে বসেনি। নির্ধারিত সময়ের চেয়ে কোনো কোনো কোর্ট এক ঘন্টারও বেশি দেরীতে বসে। মানববন্ধনে হবিগঞ্জ এডভোকেটস সহকারী সমিতির সভাপতি পরেশ চন্দ্রের সভাপতিত্বে ও সেক্রেটারী  মোঃ আব্দুল মান্নানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃপেশ চন্দ্র পাল, কাজী আব্দুল কাইয়ূম, আব্দুল মালেক, নির্ধন দাস, গোপাল চন্দ্র সূত্রধর, আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, আব্দুস শহিদ, বিধান কৃষ্ণ পাল, ওমর আলী, গোলাম মোস্তফা, শের আলী, এম এ রকিব জালাল, আব্দুল হাই। মানববন্ধনে চার শতাধিক আইনজীবী সহকারী অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন- দাবী আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

হবিগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীকে
জেলা পরিষদের বৃত্তির চেক প্রদান
স্টাফ রিপোর্টার ॥ ২০১২-১৩ শিক্ষা বর্ষে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩১২জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৭ লাখ ৩১ হাজার ৫শ টাকার বৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে এই চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব আলীর সভাপতিত্বে ও রঞ্জন কুমার দেব এর পরিচালনায় অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী জয়নাল উদ্দিন খান ও  হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর খান বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা লাভে এগিয়ে যেতে পারে সে জন্য প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জেলা পরিষদের এই উদ্যোগ মেধাবীদের জীবনে প্রেরণার উৎস হয়ে কাজ করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা জামায়াতের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে। আব্দুল কাদের মোল্লা, আল্লামা সাঈদী, মাওলানা নিজামীসহ জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র, গণগ্রেফতার, গণনির্যাতন ও জুলুম-নিপীড়নের প্রতিবাদে এবং  নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ব¡াবধায়ক সরকার ব্যবস্থা পূণ:প্রতিষ্ঠা করে তাদের হাতে ক্ষমতা দিয়ে মহাজোট সরকারের অবিলম্বে পদত্যাগের দাবীতে সারা দেশের কর্মসূচির সাথে সমন্বয় রেখে বেলা ৫ টায় জেলা জামায়াতের সেক্রেটারী মাও: মুশাহীদ আলী ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
মিছিলটি শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে টিএন্ডটি অফিসের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল উত্তর পথসভায় জেলা সেক্রেটারী মাও: মুশাহীদ আলী বলেন, গত পাঁচ বছরের সীমাহীন ব্যর্থতা, পাহাড়সম দূর্নীতি, ইসলাম নিধন অভিযান ও নজীরবিহীন অপশাসনের কারণে জনগণের প্রতিশোধ গ্রহনের আতংকে সরকার দিশেহারা হয়ে হয়ে পড়েছে। সরকার তার মেয়াদের শেষ প্রান্তে এসে নির্বাচনের প্রাক্কালে দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জরুরী অবস্থা জারির মাধ্যমে নির্বাচন বানচাল করে ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জামায়াত শিবিরের নেতা-কর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে সরকারের সকল চক্রান্ত প্রতিহত করবে ইনশাল্লাহ।
মিছিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমদ, শিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা জামায়তের সেক্রেটারী আব্দুল জলিল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, জেলা শিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান খাঁন, জেলা সাহিত্য সম্পাদক নাদির শাহ, ছাত্রকল্যাণ সম্পাদক শামসুদ্দোহা, পৌর জামায়াত নেতা ৬নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন মনি, জামায়াত নেতা আব্দুস সামাদ আজাদ, আসাদুজ্জামান সুমন, নজির আহমদ, সদর জামায়াতের সাবেক সেক্রেটারী খুর্শেদ আলী, শহর শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম, ও কলেজ শাখা শিবিরের সেক্রেটারী সাইফুল ইসলাম, পলিটেকনিক শাখা শিবিরের সভাপতি হাফেজ আবু মুসা, সদর উপজেলা শিবিরের সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।

মাধবপুরের বেগম খালেদা জিয়ার সমাবেশ
সফল করতে কৃষক দলের কর্মী সভা অনুষ্টিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরের বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিলেটের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষক দলের এক কর্মী সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম (বাবু মিয়া)’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান বুলেটের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ছাত্রদল সভাপতি মাসুকুর রহমান মাসুক, কৃষক দল নেতা আব্দুল ছাত্তার মেম্বার, তিতন মেম্বার, ধুন মিয়া মেম্বার, আশরাফউদ্দিন মেম্বার, ছাবু মিয়া মাষ্টার, বাবুল মিয়া, আলী আকবর খান, মোশের্দ মিয়া, আঃ লতিফ, নাজিমউদ্দিন, সামসুউদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম প্রমূখ।

নবীগঞ্জে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত
বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই। সামাজিক উন্নয়নে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অবদান রয়েছে। গতকাল বিকেলে করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মেজর (অব:) সুরঞ্জন দাশের সহোদর কুমুদ চন্দ্র দাশের অষ্টপ্রহর পদাবলী কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আবদুল মজিদ খাঁন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান, সহকারী পুলিশ সুপার নাজমূল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোস্তাক আহমদ মিলু, রবীন্দ্র পাল রবি, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আমিনুর রহমান নোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমদ খাঁন, প্রভাষক আকতার হোসেন টিটু, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, আওতাদুজ্জামান তপু প্রমূখ। মহাসড়কের আউশকান্দি থেকে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মরা বিশাল মোটর শুভাযাত্রার মাধ্যমে স্বাগত জানান।

হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এরশাদের জনসভাকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে জাতীয় পার্টি
স্টাফ রিপোর্টার ॥ আসছে ৪ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদর এরশাদের হবিগঞ্জ আগমণ উপলক্ষ্যে চাঙ্গা হয়ে উঠেছে জেলা জাতীয় পার্টি। এরশাদের আগমণ এবং জনসভাকে সফল করতে প্রতিদিন দলীয় নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এস এম লুৎফুর রহমান জানান, পল্লীবন্ধু জনসভা সফল করতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক শংকর পালের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ প্রচার মিছিল করার পাশাপাশি দলের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করা হচ্ছে। সকাল ৯ টা থেকে সাড়া দিন জেলা বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। চেয়ারম্যানকে বরণ করতে মাধবপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত প্রায় ৫ শতাধিক তোরণ নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ জনসভা সফল করতে জেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শংকর পালকে নির্দেশ দিয়েছেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সিনিয়র সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী কাজী জাফর আহমেদ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য বাণিজ্য মন্ত্রী জি এম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহমুদ হাসান, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রেসিডিয়াম সদস্য  মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ, প্রেসিডিয়াম সদস্য এম এ ছাত্তার, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, প্রেসিডিয়াম সদস্য নুরে হাসনা লিলি চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক যুগান্তর সম্পাদক এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রিয় চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা সহ প্রায় ৪০জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বয়স ভিত্তিক জেলা ক্রিকেট দল গঠনে  উন্মুক্ত
ট্রায়ালের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বিভিন্ন বয়স ভিত্তিক জেলা দল গঠন করার জন্য দুই দিন ব্যাপী  উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৪ দলের ট্রায়াল। ১ অক্টোবর সকাল ১০টায় অনুর্ধ ১৬ দলের এবং বেলা ২টায় অনুর্ধ ১৮ দলের ট্রায়াল অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান আগ্রহী ক্রিকেটারদেরকে উক্ত ট্রায়ালে অংশ নেয়ার আমন্ত্রন জানিয়েছেন এবং প্রয়োজনে জেলা দলের কোচ মইন উদ্দিন তালুকদার সাচ্চুর সাথে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন।

২ অক্টোবর আমেরিকায় আসমা কিবরিয়ার
হার্টের অপারেশন ॥ হবিগঞ্জ বাসীর দোয়া কামনা
স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া হার্টের চিকিৎসার জন্য বর্তমানে আমেরিকা রয়েছেন। সেখানে আগামী ২ অক্টোবর তার হার্টের অপারেশন হবে। সুন্দরভাবে অপারেশন শেষে যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন তার জন্য তিনি হবিগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন।

ভাদৈ গ্রামে স্বামীর হাতের
রগ কেটে দিয়েছে স্ত্রী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামে স্বামীর হাতের রগ কেটে দিয়েছে স্ত্রী। গতকাল দুপুর দেড়টার দিকে ভাদৈ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রগ কেটে দেওয়া স্ত্রী হচ্ছেন ওই গ্রামের নয়া বাড়ির জাহিদুর রহমানের স্ত্রী রুখসানা আক্তার (২০)। রুখসানা আক্তার জানান-প্রায় ২ বৎসর পূর্বে জাহিদুর রহমান স্বপনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বপন ও তার পরিবারের প্ররোচনায় রুখসনার নিকট ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে আসছিল। এ টাকা না দিলে স্বপন ও তার ভাই খোকন মিলে রুখসানাকে বিভিন্ন সময় মারপিটসহ অমানসিক নির্যাতন করতো। গতকাল বৃহস্পতিবার দেড়টার দিকে স্বপন তার স্ত্রী রুখসানাকে  পিত্রালয় থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। কিন্তু রুখসানা টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বপন ও তার ভাই খোকন ক্ষিপ্ত হয়ে উঠে এবং রুখসানাকে বেধড়ক মারপিট করে। এ সময় রুখসানা নিজেকে বাচাঁতে পাশে থাকা বটি দা দিয়ে স্বপনকে আঘাত করে। এতে স্বপনের হাতের রগ কেটে যায়। ঘটনার পর স্বপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

কপালে নাক
এক্সপ্রেস ডেস্ক ॥ চীনে কপালের উপর নাক তৈরী করা হয়েছে এক ব্যক্তির। ফুজিয়ান রাজ্যের নাগরিক ২২ বছর বয়সী জিওলিয়ান নামের ওই ব্যক্তি গত বছর আগস্টে সড়ক দুর্ঘটনায় নাক হারান। এরপর নাসারন্ধের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এক পর্যায়ে সংক্রমনে তার নাকের কার্টিলেজ (কানেকটিভ টিস্যু) নষ্ট হয়ে যায়। তারপর জিওলিয়ান চিকিৎসকদের শরণাপন্ন হলে কিছুতেই কিছু করতে পারছিলেন ডাক্তাররা। শেষমেষ সার্জনরা কৃত্রিমভাবে জিওলিয়ানের কপালে নাক বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। চিকিৎসকরা কপালে স্কিন টিস্যু বসিয়ে নতুন এই নাক তৈরি করেছেন। শিগগিরই যথাস্থানে নাক প্রতিস্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের
বিচার কাজ সম্পন্ন হবে Ñসমাজকল্যাণ মন্ত্রী
চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে। যারা ইসলামের কথা বলে বায়তুল মোকারমে কোরআন শরীফ ও জায়নামাজ পোড়ায় তারা ইসলামের শত্র“। বর্তমান সরকারের আমলে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলার মিরাশী উচ্চ বিদ্যালয়ে ৪৭ লাখ টাকা ব্যয়ে দ্বিতল একাডেমীক নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মোতাব্বির আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, জেলা এলজিইডি প্রকৌশলী রবিউল আলম, জেলা সমাজসেবা অফিসার পীযুষ কান্তি দত্ত, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম পাটোয়ারী, প্রকল্প পরিচালক মাসুদুল ইসলাম, মন্ত্রীর এপিএস আনিছুর রহমান, আব্দুল মালেক মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com