শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবীগঞ্জ পৌরসভার সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট নিয়ে আলোচনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী টিএলসিসির সদস্যদের উদ্দেশ্যে বলেছেন- আমাদের আজকের টিএলসিসি’র সাথে প্রাক-বাজেট আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ; আপনাদের আজকের সুচিন্তিত মতামতের আলোকেই নবীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে। নবীগঞ্জ পৌরসভার এবারের বাজেট শিক্ষা ও নারী বান্ধব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বলেন, ২২ কোটি টাকার মাস্টার ড্রেনের কাজ ঈদের পরপরই শুরু হবে যার ফলে ড্রেনেজ সমস্যা অনেকটাই লাঘব হবে। তিনি পৌরকরের উপর গুরুত্বারোপ করে বলেন, পৌরকর এখনও যারা প্রদান করেননি আপনারা যতদ্রুত সম্ভব পৌরকর প্রদান করে পৌরসভার চাকা সচল রাখতে অনুগ্রহ করে সহযোগিতা করুন। তিনি আরও বলেন, ‘৮০% এর উপর কর আদায় না করলে বিভিন্ন বরাদ্দ থেকে পৌরসভাকে বঞ্চিত হতে হয়।” পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশনের স্থানের ব্যবস্থা হয়ে গেছে যা শুধু মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও হয়ে গেছে, আশা করা যায় আগামী ডিসেম্বরে তা সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, “আমাদের শহরকে বসবাসের উপযোগী রাখতে গেলে শহরবাসীকে নিজ নিজ স্থান থেকে সচেতনতার সাথে কাজ করতে হবে, শহরের উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার মনে রাখতে হবে আমাদের শহরকে আমাদেরই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। সবাই যদি যত্নশীল না হয় তাহলে একার পক্ষে কোনো কাজই শতভাগ করা সম্ভব নয়। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নবীগঞ্জ পৌরসভা আগামীদিনে একটি মডেল পৌরসভায় রূপ নেবে, ইনশাআল্লাহ। এর পূর্বে তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বক্তব্য শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গতকাল ১৯ জুন সোমবার সকাল ১০ টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। এতে অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, মো. কবির মিয়া, মো লুৎফুর রহমান, পূর্ণিমা রানী দাশ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ক্রেডিট অফিসার মো. মতিউর রহমান, ব্র্যাক ম্যানেজার আবু রায়হান, আশার ম্যানেজার মো. আরজু মিয়া, সাবেক প্যানেল মেয়র-৩ যুথিকা দাশ, সমাজ সেবক মনর উদ্দিন, অটোরিকশা মালিক সমিতির সভাপতি আহমদ ঠাকুর রানা, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য, রিপা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পৌরসভার কে এম আবু বকর সিদ্দিক এবং পবিত্র গীতাপাঠ করেন সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মো. আঃ ছোবহান, কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, মো. জাকির হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী কর নির্ধারক উমা রানী বণিক, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, নিম্নমান সহকারী কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক দীপংকর সরকার, সাবেক সংরক্ষিত কাউন্সিলর মিসেস মিনা আক্তার, শিক্ষক শেখ কায়সার আহমেদ, টি এন্ড টি এর প্রতিনিধি মো. জসীম উদ্দিন, শেখ আল-আমিন, জনি আহমদ, জ্যোস্না ভট্টাচার্য, ফুলন দাশ, খেলা বেগম সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com