স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ওমেগা ফিড ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনায় আব্দুস সোবহান (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে সদর থানা পুলিশ। গত সোমবার রাতে সদর থানার ওসি (তদন্ত) বদিউজ্জামান খানসহ একদল পুলিশ নোয়াপাড়া ইসলামপুর থেকে তাকে আটক করেন।
সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লঙরপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র। পুলিশ জানায় ওই ফ্যাক্টরীর দাড়োয়ানকে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সে সন্দেহভাজন আসামি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।