জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। এ সময় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আলহাজ্ব মোঃ আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান, এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রেজার নেতৃত্বে এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু, সহ সভাপতি জাকির হোসেন সেলিম, আব্দুর রহিম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন ওসমান, অর্থ সম্পাদক আলাউদ্দিন, সহ প্রচার সম্পাদক সাদেকুর রহমান সাদেক, কৃষি বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক বাছির আহমেদ, মাসুদ আলম শামীম, আমিন আহমেদ, মোঃ মনু মিয়া প্রমুখ।